শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীর বাউফলে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ কর্মসুচী পালন করা হয়েছে । আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা ওই কর্মসূচি পালন করেছেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ দাবী বাস্তবায়ন কমিটির বাউফল উপজেলা শাখার আহŸায়ক ও বগা ডাঃ ইয়াকুব শরীফ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ সৈয়দ এনামুল হকের সভাপতিত্বে ঘন্টাব্যপী ওই কর্মসূচীতে উপজেলার তিন সহা¯্রাধিক শিক্ষক-কর্মচারীরা অংশ গ্রহন করেন।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা রাখেন সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান, প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ, মাহাবুব আলম, তুষার কান্তি ঘোষ, মরিয়ম আক্তার নিসু, বিএসসি শিক্ষক এবিএম মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মোঃ হারুন অর রশিদ খান, সুপার আবদুর রহিম, সহকারি প্রধান শিক্ষক কেবিএম মামুন হোসেন,সহকারী শিক্ষক মাইনুল ইসলাম প্রমুখ
বক্তারা বলেন, জাতি গড়ার কারিগর একজন শিক্ষককে চিকিৎসা ভাতা দেওয়া হচ্ছে পাঁচশ টাকা। আর বাড়ি ভাড়া বাবদ দেওয়া হচ্ছে এক হাজার টাকা। যা শিক্ষকদের জন্য অপমানজনক। শিক্ষকদের সঙ্গে সরকারের অন্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের যে বেতন বৈষম্য দূর করতে হবে।বক্তারা আরও বলেন, উৎসবভাতা শতভাগ দিতে হবে। বাড়িভাড়া ও চিকিৎসাভাতা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত দিতে হবে।
বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা জাকির হোসেন বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে শিক্ষকদের বিভিন্ন দাবি সম্বলিত স্মারকলিপি পেয়েছি। যা যথাযথ মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে পাঠানোর ব্যবস্থা করা হবে।’