ঢাকা, শনিবার ২০ এপ্রিল ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন
বিভাগীয় সেরা হলেন জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম
নাহিদ আখতার (জয়পুরহাট) 

শুদ্ধাচার পুরস্কারে বিভাগীয় সেরা হলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম।

শনিবার রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মোঃ হুমায়ুন কবীরের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০১৭ সালের শুদ্ধাচার পুরস্কার নীতিমালা এবং মন্ত্রিপরিষদ বিভাগের ২০১৮ সালের ১৩ মার্চ তারিখের০৪.০০.০০০০.৮২২.১৪.০৪২.১৬.০৫৩ সংখ্যক পত্রের আলোকে শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে ২০২০-২০২১ অর্থ বছরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আওতাধীন এ পুরস্কারে তিনি নির্বাচিত হয়েছেন।

এছাড়া আরও নির্বাচিত হয়েছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী

কমিশনার শাহীন মিয়া ও উ”চমান সহকারী মোঃ মোখতার হোসেন।

এ ব্যাপারে জয়পুরহাট জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম জানান, আমাদের বিভাগীয় কমিশনার স্যার মাঠ পর্যায়ের কাজের জরিপের ভিত্তিতে আমাকেও নির্বাচিত করেছেন।

উল্লেখ্য, শুদ্ধাচার পুরস্কারের জন্য নির্বাচিত কর্মকর্তা ও কর্মচারীরা একটি সার্টিফিকেট

এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থে পুরষ্কৃত হবেন।

2 responses to “বিভাগীয় সেরা হলেন জয়পুরহাটের জেলা প্রশাসক শরীফুল ইসলাম”

  1. Se você está pensando em usar um aplicativo espião de celular, então você fez a escolha certa. https://www.mycellspy.com/br/tutorials/best-cell-phone-spy-apps-online-free-trials/

  2. Se você está se perguntando como descobrir se seu marido está traindo você no WhatsApp, talvez eu possa ajudar. Quando você pergunta ao seu parceiro se ele pode verificar seu telefone, a resposta usual é não.

Leave a Reply

Your email address will not be published.

x