ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
জয়পুরহাটে ১০০’শ পিস ট্যাপেন্টাডল সহ আটক-১
নাহিদ আখতার (জয়পুরহাট)

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক নিয়মিত  অভিযান পরিচালনা করে ১০০’শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ০১ জন মাদক

ব্যবসায়ী গ্রেফতার করেছে।

র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রুহ্-ফি-তাহমিন তৌকির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান- আজ ২০ জুলাই ২০২১ ইং তারিখ সন্ধ্যা ৬ টা ৪০ ঘটিকায় জয়পুরহাট জেলার কালাই থানাধীন মাত্রাই সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠের উত্তর পার্শ্বে শিশু পার্ক হতে অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীর নাম হোসাইন (২৪), পিতার নাম আঃ মজিদ, গ্রাম -ছত্রগ্রাম, থানা-কালাই, জেলা-জয়পুরহাটক বলেও জানান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে

জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায়মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ আইন অনুযায়ী,মামলা দিয়ে আসামি হস্তান্তর করা হয়।

x