ঢাকা, মঙ্গলবার ২৫ মার্চ ২০২৫, ০৭:০০ অপরাহ্ন
জয়পুরহাটে ফেন্সিডিলসহ ৩ নারী ও ১ বৃদ্ধ আটক
নাহিদ আখতার (জয়পুরহাট)
জয়পুরহাট পৃথক অভিযানে ৪২৮ বোতল ফেন্সিডিল সহ ৩ নারী ও ১ পুরুষ মাদক
কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেট,  বালিঘাটা কাদের পাড়া ও পাঁচবিবি বাসষ্টেন্ড এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, পাঁচবিবি উপজেলার রামভদ্রপুর এলাকার মৃত তছির উদ্দিনের ছেলে আমেদ আলী (৬৫), দমদমা পুরাতন পৌরসভা এলাকার মৃত জিন্নাহ শেখের মেয়ে জান্নাতুল ফেরদৌস(৩৩) ও উত্তর গোপালপুর গ্রামের সোহেল রানার স্ত্রী মাজেদা বেগম(৪৫) এবং রেজাউল করিমের স্ত্রী রিনা বেগম(৩৫)।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশ পরিদর্শক শাহেদ আল মামুন জানান, বুধবার দিবাগত রাতে পৃথক তিনটি এলাকায় অভিযান চালিয়ে ৩৪৭ বোতল,৩৮ বোতল, ৪৩ বোতল ফেন্সিডিল সহ ৩ নারী ও ১ পুরুষ কে আটক করার পর বৃহস্পতিবার দুপুরে ৪ জনের বিরূদ্ধে মাদক আইনে পৃথক ৩ মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
x