জয়পুরহাট র্যাব-৫ সিপিসি-৩ ক্যাম্পের এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-নওগাঁ জেলার বদলগাছি থানাধীন হাকিমপুর কাজী পাড়া¯’ এলাকায় অভিযান
পরিচালনা করে ০১ কেজি ৯০০ গ্রাম গাঁজা ও ০১(এক) টি ইজি বাইকসহ ২ জন মাদক ব্যবসায়ীকে মাদক বহনকালে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি হচ্ছে-সুমন হোসেন (৩০), পিতা-আঃরাজ্জাক, এবং বাবু (৩৫), পিতা-গজীমুদ্দিন, সাং-জগৎনগর, থানা- বদলগাছি, জেলা-নওগাঁ পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছি থানায় মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।