মেহেরপুর শহরের পৌরসভার ২ নং ওয়ার্ডে হালদার পাড়ায় অনু ভূঁইমালি (১৯) নামের এক কলেজ ছাত্রী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।
অনু ভুঁইমালি হালদার পাড়ার অনুপ কুমার ভুঁইমালির মেয়ে, সে মেহেরপুর সরকারি মহিলা কলেজের ইন্টার মিডিয়েটের প্রথম বর্ষের ছাত্রী।
রবিবার বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের নিজ ঘরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পারিবারিক সুত্রে জানা যায়, দুপুরের পর প্রাইভেট পড়তে যাওয়াকে কেন্দ্র করে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। পরে অভিমান করে অনু গলায় ফাঁস দিয়েছে।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, পারিবারিক কলহের জের ধরে সে আত্মহত্যা করেছে।
If you are thinking of using a cell phone spy app, then you have made the right choice. https://www.mycellspy.com/tutorials/best-cell-phone-spy-apps-online-free-trials/
If you’re wondering how to find out if your husband is cheating on you on WhatsApp, I might be able to help. When you ask your partner if he can check his phone, the usual answer is no.
… [Trackback]
[…] Information to that Topic: doinikdak.com/news/20576 […]