আটককৃত মাদক কারবারির নাম বাবু হোসেন (৩৫)। সে-ভাদসা চেয়ারম্যান পাড়ার আবুল কাশেমের ছেলে। র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান-
আজ রবিবার দুপুর ১৩:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন নুরপুর মিধ্যাপাড়া তিনমাথা মোড়¯’ নুরপুর বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ বাবু হোসেন (৩৫), পিতা- মোঃ আবুল কাশেম, সাং-ভাদসা চেয়ারম্যান পাড়া (জলিল চেয়ারম্যানের বাড়ীর পাশে) থানা-জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান-প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।