ঢাকা, শনিবার ১৮ মে ২০২৪, ১০:০৭ অপরাহ্ন
৭০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক
নাহিদ আখতার (জয়পুরহাট)
র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প ৭০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটককৃত মাদক কারবারির নাম বাবু হোসেন (৩৫)। সে-ভাদসা চেয়ারম্যান পাড়ার আবুল কাশেমের ছেলে। র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা জানান-

আজ রবিবার  দুপুর ১৩:৩০ ঘটিকায় জয়পুরহাট জেলার সদর থানাধীন নুরপুর মিধ্যাপাড়া তিনমাথা মোড়¯’ নুরপুর বটতলা মোড়ে অভিযান পরিচালনা করে ৭০০ (সাতশত) গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আসামী মোঃ বাবু হোসেন (৩৫), পিতা- মোঃ আবুল কাশেম, সাং-ভাদসা চেয়ারম্যান পাড়া (জলিল চেয়ারম্যানের বাড়ীর পাশে) থানা-জয়পুরহাট সদর, জেলা- জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

তিনি আরো জানান-প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত ধৃত আসামী দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে জয়পুরহাট জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।

2 responses to “৭০০ গ্রাম গাঁজা সহ এক মাদক কারবারিকে আটক”

  1. Czy jest jakiś sposób na odzyskanie usuniętej historii połączeń? Osoby posiadające kopię zapasową w chmurze mogą użyć tych plików kopii zapasowych do przywrócenia zapisów połączeń telefonicznych.

  2. Gdy podejrzewamy, że nasza żona lub mąż zdradził małżeństwo, ale nie ma na to bezpośrednich dowodów lub chcemy się martwić o bezpieczeństwo naszych dzieci, dobrym rozwiązaniem jest również monitorowanie ich telefonów komórkowych, które zazwyczaj pozwala na uzyskanie ważniejszych informacji.

Leave a Reply

Your email address will not be published.

x