ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
গাংনীতে ছাত্রলীগের সাবেক সদস্যের মাস্ক বিতরণ
মেহেরপুর থেকে জাহিদ মাহমুদ

বাংলাদেশে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে অনেকে। করোনা প্রতিরোধ করতে সচেতনা ও স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। এরই পরিপ্রেক্ষিতে মানুষের মাঝে জনসচেতনতা সৃষ্টি করতে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল হাকিম।

রবিবার(৩০মে) বিকাল ৫টার দিকে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ও গাঁড়াবাড়ীয়া বাজার এলাকায় জনগনের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।

মাস্ক বিতরণ কর্মসূচি সম্পর্কে মেহেরপুর জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল হাকিম  বলেন, ‘করোনাকে প্রতিরোদ করতে মাস্ক পরা জরুরি। সাধারণ মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা গড়ে তুলতেই আমাদের এই কার্যক্রম। তিনি আরো বলেন,গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি  আমিনুল ইসলাম সেন্টু ও সাধারণ সম্পাদক  আসিফ ইকবাল অনিক নির্দেশনা মোতাবেক ০১নং কাথুলী ইউনিয়নের ছাত্রলীগের সদস্যদের নিয়ে এ মাস্ক বিতরণ করা হয়।

এসময়, ছাত্রলীগ কর্মী শামীম রেজা, সাফিন, মামুন, সোহাগ,ফাইম, আবদুল্লাহ, লিজন, তাহিরুল,ফারুক প্রমূখ উপস্থিত ছিলেন।

x