ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১৩ অপরাহ্ন
সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত
রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি
মাদারীপুরের কালকিনিতে দুটি সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে ফ্রী ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত

মাদারীপুর জেলার কালকিনিতে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।কালকিনি উপজেলার শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের উদ্যোগে ও কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির তত্ত্বাবধানে শনিবার ২৯ মে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিকারমঙ্গল পাকার মাথা নামক স্থানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিনামূল্যে প্রায় পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রী ও সাধারণ মানু‌ষের ব্লাড গ্রুপ নির্ণয় ও ওজন পরিমাপ করা হয়।

শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা ও কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো: আনোয়ার হোসেন বেপারীর সার্বিক সহযেগীতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সভাপতি বিএম রাজিব হোসেন। পরিচালনায় ছিলেন শিকারমঙ্গল মানব কল্যাণ সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রফিক বেপারী ,জিসান বেপারী,দপ্তর সম্পাদক- রিয়াজ বেপারী,সাংগঠনিক সম্পাদক-রানা বেপারী

সদস্য হাসান বেপারী,কার্যকরী সদস্য মনির হোসেন সরদার, ইমরান বেপারীসহ অন্যান্য সদস্যরা।এছাড়াও কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটির সভাপতি রোমান হোসেন (রানা মৃধা),দপ্তর সম্পাদক নাজিম ইসলাম,মোঃ ইব্রাহিম সহ সংগঠনের বিভিন্ন সদস্যগন উক্ত অনুষ্ঠানকে সফল করার জন্য সার্বিক সহযোগিতা প্রদান করেন।

x