ঢাকা, বুধবার ১৯ মার্চ ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্তদের মাঝে যুব রেড ক্রিসেন্ট এর ত্রাণ বিতরণ
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি 

বরগুনার পাথরঘাটা ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।

পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পানি বেড়ে যাওয়ায় পদ্মা, রুহিতা, জিনতলা এলাকার বেরীবাধের পাশের বসবাসকারী ৬ শ পরিবার ।

শনিবার বেলা সাড়ে বারােটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা , রুহিতা , জিনতলা এলাকার বাসিন্দাদের মাঝে ত্রান বিতরণ করা হয় ।

এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের আবদুল্লাহ আল তানজিম , সিপিপি টিম লিডার বাবুল খান , বেল্লাল হােসেন , সােহাগ মিয়া , সােহেল মিয়া , মাে গিয়াস উদ্দিন , মাে জাহিদ হাসান , ফোরকান আহমদ , সুজা গাজী প্রমুখ ।

x