বরগুনার পাথরঘাটা ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেন যুব রেড ক্রিসেন্ট সদস্যরা।
পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াস’র প্রভাবে পানি বেড়ে যাওয়ায় পদ্মা, রুহিতা, জিনতলা এলাকার বেরীবাধের পাশের বসবাসকারী ৬ শ পরিবার ।
শনিবার বেলা সাড়ে বারােটার দিকে উপজেলার সদর ইউনিয়নের পদ্মা , রুহিতা , জিনতলা এলাকার বাসিন্দাদের মাঝে ত্রান বিতরণ করা হয় ।
এসময় উপস্থিত ছিলেন যুব রেড ক্রিসেন্টের আবদুল্লাহ আল তানজিম , সিপিপি টিম লিডার বাবুল খান , বেল্লাল হােসেন , সােহাগ মিয়া , সােহেল মিয়া , মাে গিয়াস উদ্দিন , মাে জাহিদ হাসান , ফোরকান আহমদ , সুজা গাজী প্রমুখ ।