ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ১০:৪১ অপরাহ্ন
জয়পুরহাটে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ১২২তম নজরুল জয়ন্তী পালিত
জেলা প্রতিনিধি, জয়পুরহাট

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাট জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক  অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

শনিবার (২৯মে) বিকাল ৫ টায় শহরের সুগারমিল রোডে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি উৎপল দেবনাথ এর সভাপতিত্বে  উপস্থিত ছিলেন,জেলা  চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক ছামিউল ইসলাম বাবু, জেলা সদস্য ছানোয়ার ইসলাম, সদস্য রাকিব ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হলেও তিনি ছিলেন একাধারে কবি, সংগীতজ্ঞ, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার, প্রাবন্ধিক, সাংবাদিক, চলচ্চিত্রকার, গায়ক ও অভিনেতা। তার কবিতা, গান ও সাহিত্য কর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল। তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার পথিকৃৎ লেখক। তার কবিতা ও গান মানুষকে যুগে যুগে শোষণ ও বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার গান ও কবিতা ছিল প্রেরণার উৎস।

x