ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
বাউফলে সাংবাদিকদের সঙ্গে নবনিযুক্ত ওসি’র মতবিনিময়
রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবনিযুক্ত থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)’ আল মামুন। আজ শনিবার বেলা ১১ টায় থানা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মিজানুর রহমান

পরে বাউফলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি
দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মাই টিভি’র অহিদুজ্জামান ডিউক, নির্বাহি সদস্য ইত্তেফাকের অধ্যাপক আমিরুল ইসলাম, নির্বাহি সদস্য প্রথম আলোর এবিএম মিজানুর রহমান, সাবেক সভাপতি অতুল পাল, সাবেক সহসভাপতি দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মানবকন্ঠের মোঃ জসিম উদ্দিন, সাংবাদিক সহকারীঅধ্যাপক মোঃ সোহরাব হোসেন, আমাদের বার্তার এমএবশার ও গনদাবীর প্রভাষক ফারুক হোসেন।

সমাপনি বক্তব্যে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বাউফলের আইনশৃঙ্খলা বজায় রাখতে আপনাদের(সাংবাদিকদের) সহযোগিতা চাই।

x