ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
কালকিনিতে কৃষি বিভাগের কর্মকর্তাদের সহায়তায় বিভিন্ন ফল চাষে ব্যাপক উন্নয়ন
Reporter Name

রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনি উপজেলার বেশ কিছু ইউনিয়ন নিচু এলাকা হওয়ায় বিভিন্ন সুস্বাদু ফল চাষ সম্প্রসারণের সুযোগ কম।তারপরও কালকিনি কৃষি বিভাগ থেমে থাকেনি।কালকিনি উপজেলা কৃষি কর্মকর্তা ও সহকারী কৃষি কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় এখন এখানে বিভিন্ন প্রজাতির সুস্বাদু ফল চাষাবাদ করা হচ্ছে।

দেশের বিভিন্ন জায়গা থেকে চারাগাছ এনে থাই পেয়ারা-৭, সুপার-১০, কাটিমন,বারিআম-৪, বারিআম-১১,বারি মাল্টা-১, ড্রাগন ফল,কমলা সহ বিভিন্ন প্রকার ফল চাষ করা হয়েছে।   গত বছর বিভিন্ন প্রকল্পের  আওতায় এসব চারা রোপন ও প্রদর্শনী ক্যাম্প করা হয়।সেই গাছ গুলোতে এ বছর ফল আসা শুরু করেছে। এসব দেখে এখন কৃষকের মন জুড়িয়ে যায়।

উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের কৃষক আবুল বাসার জানান, কালকিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের পরামর্শ নিয়ে তিনি নিজে তিন একর জায়গায় ফল বাগান করেছেন। তার এই ফল বাগানে রয়েছে বিভিন্ন প্রজাতির অনেক সুস্বাদু ফল। তিনি আরো জানান ,কালকিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা ও পরামর্শ নিয়ে তিনি আজ এই বাগান করতে সক্ষম হয়েছেন। তিনি কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কালকিনি বাসীদের ফল চাষে এগিয়ে আসার আহ্বান জানান।কালকিনি কৃষি বিভাগের এসএএও মিজানুর রহমান তাকে সবসময় রোগ বালাই দমনে পরামর্শ দিয়ে সহযোগিতা করে আসছেন বলে তিনি জানান।

বাগান পরিদর্শনে এসে কালকিনি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মিলটন বিশ্বাস বলেন, কালকিনিতে একসময় দেশের বিভিন্ন জেলা থেকে ফল আসতো।  এভাবেই কালকিনিবাসীর ফলের চাহিদা পূরন করা হতো । কিন্তু বর্তমানে জেলার বিভিন্ন জায়গায় ফলের চাষ করা হচ্ছে। এভাবে চলতে থাকলে কালকিনি উপজেলা তথা মাদারীপুর জেলা ফলচাষে একসময় স্বয়ং সম্পুর্ণ হবে। তিনি আরো বলেন, অনেকেই ফল চাষের পরামর্শের জন্য এগিয়ে আসছেন,কৃষির এই খাতে বিনিয়োগও  বেড়েছে ।তাছাড়া ফলচাষে এলাকার কৃষকদের উদ্বুদ্ধ করনের লক্ষ্যে ফলচাষের বিভিন্ন লাভজনক বিষয়ের উপর দিকনির্দেশনা প্রদান অব্যাহত রয়েছে এবং জনগণকে উদ্বুদ্ধ করনের জন্য কালকিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

কালকিনি উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার মোঃ জোবায়েত হোসেন, উপজেলা কৃষি সম্পসারন কর্মকর্তা কৃষিবিদ গোবিন্দ মন্ডল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ তানবির হোসেন সহ স্থানীয় বাগান মালিকগন এসময় উপস্থিত ছিলেন।

x