ঢাকা, শুক্রবার ০৩ মে ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
আমতলীতে টেকসই বেড়িবাঁধ চান ক্ষতিগ্রস্থরা
Reporter Name

আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার পৌরশহরসহ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়েছে বসত ঘরবাড়ি, প্রতিষ্ঠান। ভেসে গেছে পুকুর ও মাছের ঘের। ঘূর্ণিঝড় যশ, অন্যদিকে পূর্ণিমার তিথি। এই দুইয়ে মিলে ফুঁলেফেপে উঠেছে পায়রা নদীর পানি। ফলে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকেছে নি¤œঞ্চলে।

গত তিন দিনের জোয়ারে যেসকল বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক আগ থেকে যেসকল বাঁধ ভাঙা, তা দ্রæত সংস্কার করার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্থ জনসাধারন এলাকার মানুষরা। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানাযায় আমতলী উপজেলায় ৫.২২ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ বাঁধ রয়েছে।

জানা গেছে, ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে উপজেলার গুলিশাখালী, আড়পাঙ্গাশিয়া, চাওড়া, আমতলী পৌরসভার কয়েকশ পরিবার প্লাবিত হয়েছে।

চাওড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল মুঠোফোনে বলেন জোয়ারের পানি ঢুকে কয়েখশত পরিবার প্লাবিত হয়েছে। ইউপি চেয়ারম্যানদের দাবি, ভাঙা বেড়িবাঁধগুলো দ্রত টেকসই বেড়িবাঁধ নির্মান করার।

ঊরগুনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কায়সার আলম মুঠোফোনে বলেন টেকসই বেড়ি বাধ নির্মানের জন্য কাজ চলছে।

3 responses to “আমতলীতে টেকসই বেড়িবাঁধ চান ক্ষতিগ্রস্থরা”

  1. … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/19369 […]

  2. … [Trackback]

    […] Read More on to that Topic: doinikdak.com/news/19369 […]

  3. … [Trackback]

    […] Here you can find 5960 more Information to that Topic: doinikdak.com/news/19369 […]

Leave a Reply

Your email address will not be published.

x