ঢাকা, মঙ্গলবার ০৮ অক্টোবর ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
বাউফলে কোভিড-১৯’র দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তা
Reporter Name

রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে কোভিড-১৯’র দ্বিতীয় ডোজের টিকা দেয়া নিয়েঅনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাউফল উপজেলা এ পর্যন্ত ৪ হাজার ৪শ’৫১ব্যক্তিকে অক্সপোর্টের এ্যাসটাজেনেকা কোভিসিল্ড দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। এই টিকার প্রথমডোজ নিয়েছেন ৬ হাজার ৮শ’৩৫জন ব্যক্তি। অল্প কয়েকদিনের মধ্যেই তাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ারকথা।

কিন্তু টিকা সরবরাহ না থাকায় তাদের দ্বিতীয় ডোজের টিকা নেয়া অনিশ্চত হয়ে পড়েছে।বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রশান্ত কুমার সাহা জানান, আমরা দ্বিতীয়ডোজের টিকা প্রথম ডোজের টিকা গ্রহণের দুই মাসের মধ্যে দিয়েছি

দ্বিতীয় পর্যায়ে যারা প্রথম ডোজ টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ টিকা দুই মাসের মধ্যে নেয়ার কথা থাকলেও সরবরাহ না থাকায় তাদেরকে যথা সময়ে টিকা দেয়া যাচ্ছেনা। তবে তিন মাসের মধ্যে দ্বিতীয় ডোজ টিকা নেয়া যাবে। আশা করছি এর মধ্যেই আমরা দ্বিতীয় ডোজের টিকা পেয়ে যাবো।  অথবা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ি পরবর্তী ব্যবস্থা নেয়া হবে

প্রথম ডোজ টিকা নেওয়া বাউফল পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাসিন্ধা নূরুল ইসলাম বলেন,‘ আগামী এক সপ্তাহ পর তাদের দ্বিতীয় ডোজ টিকা নেয়ার কথা। কিন্তু টিকা সরবরাহ নেই। তাই দ্বিতীয় ডোজের টিকা নিয়ে আমরা অনিশ্চয়তার মধ্যে পরেছি। অক্সপোর্টের এ্যাসটাজেনেকা কোভিসিল্ড দ্বিতীয় ডোজের টিকা আর না আসলে আমাদের কি হবে

2 responses to “বাউফলে কোভিড-১৯’র দ্বিতীয় ডোজের টিকা নিয়ে অনিশ্চয়তা”

  1. … [Trackback]

    […] Info to that Topic: doinikdak.com/news/19016 […]

  2. … [Trackback]

    […] Find More Information here on that Topic: doinikdak.com/news/19016 […]

Leave a Reply

Your email address will not be published.