ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ন
ভেদরগঞ্জে পাথরভর্তি ট্রাক ও পিকআপ ভ্যান এর মুখোমুখি সংঘর্ষ
Reporter Name

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর ভেদরগঞ্জে পাথরভর্তি ট্রাক ও একটি পিকআপভ্যান মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে। এতে ট্রাক ড্রাইভার মাহবুবুল মিয়া (৩১) সহ ৪ জন আহত হয়েছে।

বুধবার (২৬ মে) ভোর ৭ টার দিকে উপজেলার মহিষার ইউনিয়নের পাপরাইল এলাকায় মাঝামাঝি এসে পাথর ভর্তি ট্রাকটি অপর দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে ২টি ট্রাক উল্টে খাদে পড়ে যায়।

ভেদরগঞ্জের পুলিশ জানায়, ট্রাকটি চাপাইনবাবগঞ্জের সোনাই মসজিদ থেকে ভেদরগঞ্জ বাজারের উদ্দেশ্য পাথর নিয়ে আসছিল। পথে শরীয়তপুর-চাদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার পাপরাইল এলাকার সড়কের মাঝে পৌঁছালে ট্রাকটি অপর পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষ লেগে নিয়ন্ত্রণ হারালে নিয়ন্ত্রণ রক্ষার চেষ্টা করেও পারেনি।পরে ২টি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। রাস্তা সংস্কারের কাজের পাথর বোঝায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এখন ২টি ট্রাকের উদ্ধার কাজ চলছে।

x