জেলা প্রতিনিধি, জয়পুরহাট: স্কুল পড়ুয়া নবম শ্রেণির ছাত্রী, তার নিজের বাল্য বিবাহের মৌখিক অভিযোগের প্রেক্ষিতে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলেন।
জয়পুরহাট শহরের স্বনামধন্য একটি স্কুলের নবম-শ্রেনীর ছাত্রী এবং একই শ্রেণির তার দুই বান্ধবীসহ আজ ( ২৬ মে) সকাল ১০ টায় থানায় এসে জোর পূর্বক বাল্যবিবাহ অভিযোগ করেন।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান বলেন, তাদের অভিযোগের ভিত্তিতে পরিবারের সাথে বাল্যবিবাহের কুফল বুঝিয়ে দেওয়া হয় ফলে বিবাহ না দিয়ে সন্তানের লেখাপড়া চালিয়ে যাওয়ার কথা দেন।
নবম শ্রেণির ছাত্রীর মা বাবা বলেন, বাল্যবিবাহ না দিয়ে তার পড়ালেখা করায়ে মেয়েটির ভবিষ্যৎ জীবন গড়ার প্রত্যয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।
আগত স্কুল পড়ুয়া মেয়েরা জানায় যে, তারা শহরের কোন এক জায়গায় বিট পুলিশিং সমাবেশ হতে জানতে পারে, বাল্য বিবাহ একটি অপরাধ। বাল্য বিবাহের মাধ্যমে একজন মেয়ের জীবন ধ্বংস হয়। বাল্য বিবাহ প্রতিরোধে আইন আছে। এরুপ তথ্যের ভিত্তিতে তারা থানায় আসে এবং মৌখিক অভিযোগ দেয়।