ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৪:৫২ পূর্বাহ্ন
ঘূর্নিঝড় ইয়াসের প্রভাব বাউফলে ভেসে গেছে অর্ধশত মাছের ঘের
Reporter Name

রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: ঘূর্নিঝড় ইয়াসের প্রভাবে ও পূর্নিমার জোয়ারে পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার খবর পাওয়া গেছে।

চন্দ্রদ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলকাচ হোসেন মোল্লা জানান, ইয়াসের প্রভাবে তেঁতুলিয়া নদীর পানির উচ্চতা স্বাভাবিক অবস্থার চেয়ে ৪/৫ ফুট উচ্চতায় প্রবাহিত হয়েছে। ফলে পানির ¯্রােতের চাপে পুরাতন বেড়িবাধ ভেঙ্গে ইউনিয়নের চরনিমদী, চর ব্যাড়েড ও চর রায়সাহেব গ্রাম পানিতে প্লাবিত হয়ে গেছে। এতে  পানিবন্দী হয়ে পড়েছে ৩ গ্রামের প্রায় ৬ হাজার মানুষ। পানিতে ভেসে গেছে ইউনিয়নের প্রায় অর্ধশত মাছের ঘের। এতে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙ্গে গেছে মেরামত করা চরমিয়াজান গ্রামের নতুন বেড়িবাঁধ। এছাড়া বেড়িবাঁধের বাহিরে কাচা রাস্তাগুলো পুরোপুরিভাবে ভেঙ্গে গেছে। পনির স্রোতের চাপ এত বেশী যে ৩/৪ টি কালভার্টও  ভেঙ্গে গেছে। তলিয়ে গেছে কাচা ও আধা পাকা  অর্ধশত ঘরবাড়ি। চারিদিকে নদী বেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী বেড়িবাঁধ না থাকায় প্রতিবছর প্রাকৃতিক দুর্যোগে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় তাঁদের।

x