শরীয়তপুর প্রতিনিধিঃ একমাত্র উপার্জনক্ষম ছেলের মৃত্যুতে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কঠিন এই সময়ে সহমর্মিতার পরশ নিয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে এসে দাড়ালেন জেলাপ্রশাসক মো পারভেজ হাসান।
বিগত ১২ মে শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে বাড়ি ফেরার পথে ফেরিতে তীব্র গরম ও যাত্রীদের উপচেপড়া ভিড়ে চাপা পড়ে আনচুর মাদবর (১৫) নামের এক কিশোর মারা যায়। সে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কালিকাপ্রসাদ এলাকার জনাব গিয়াস উদ্দিন মাদবর এর ছেলে।
আজ ২৫ মে জেলাপ্রশাসক মো পারভেজ হাসান কিশোর আনচুর মাদবর এর পরিবারকে একটি গাভী ও গাভীর খাদ্যসামগ্রী প্রদান করেন। মহতী এই উদ্যোগের বাস্তবায়ন করেন নড়িয়া উপজেলা প্রশাসন। এসময় একটি আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।
এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার জয়ন্তী রুপা রায়,নড়িয়া সহকারী কমিশনার (ভূমি)মো মোরশেদুল ইসলাম এবং নড়িয়া উপজেলা প্রশাসন এর অন্যান্য কর্মকর্তা–কর্মচারীবৃন্দ।