ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
বাউফলে ঘূর্নিঝড় ইয়াস মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
Reporter Name

রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: ঘূর্নিঝড় ইয়াসের মোকাবেলায় পটুয়াখালীর বাউফলে প্রস্তুতিমূলক সভা

অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে

উপজেলা পরিষদের মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদেরচেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোশারেফহোসেন খান। এ ছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগন উপস্থিত

ছিলেন।ঘূর্নিঝড় মোকাবেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার জাকির হোসেন বলেন, ঘূর্নিঝড় মোকাবিলাকরার জন্য জনসচেতনত বৃদ্ধির লক্ষে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারগন নিজ নিজ এলাকায়জনগনের সচেতনতা বৃদ্ধির লক্ষে প্রচার প্রচারণা চালাবেন, উপজেলার বিভিন্ন ইউনিয়নের সেচ্ছাসেবীদেরকেপ্রস্তুত রাখা হয়েছে , বিভিন্ন সাইক্লোন শ্লেটারগুলো খোলা রাখার নির্দেশনা দেয়া হয়েছে, ফায়র সার্ভিস ও

পুলিশ প্রশাসনকে প্রস্তুত রাখা হয়েছে। ঘূর্নিঝড় মনিটরিং শেল গঠন করা হয়েছে। ঘূর্নিঝড়ের গতিবিধি লক্ষ করে প্রয়োজনে আবারও সভা অনুষ্ঠিত হবে।

x