নাহিদ আখতার (জয়পুরহাট): ২৪ মে সোমবারঃ জয়পুরহাট শহরের আরামনগর এলাকা হতে সাবেক সেনাবাহিনীর সদস্য বকুলকে গুলি, ইয়াবা ও সেনাবাহিনীর পোশাকসহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের ওসি শাহেদ আলম জানান, আজ সোমবার সকালে জেলা ডিবি পুলিশ জয়পুরহাট পৌরসভাধী আরামনগর নিজ এলাকা থেকে BOF হইতে তৈরীকৃত ৪৯ রাউন্ড ব্লাংক গুলি(৭.৬২×৪৯ মিঃমিঃ),২০ রাউন্ড ব্লাংক গুলি মিসফায়ার,(৭.৬২×৪৯ মিঃমিঃ), ২টি খালি খোসা,(৭.৬২×৪৯ মিঃমিঃ) এবং দুই হাজার পিচ ইয়াবাসহ একজন সাবেক সেনাসদস্যকে (সেনা নংঃ ৪০১২৮৯০,ল্যান্স কর্পোরাল(অবঃ) মোঃ বকুল (৪৯), পিতা-মৃত অজিমুদ্দিন, সাং-আরামনগর,থানাঃ সদর, জেলা-জয়পুরহাট) কে আটক করে।
এব্যাপারে জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা হযেছে।
উল্লেখ্য আটককৃত ব্যক্তি বাংলাদেশ সেনাবাহিনী হইতে ২০১৪ সালে ২১ জুন ৩০ বীর, আলী কদম, বান্দরবান থেকে ল্যান্স কর্পোরাল অবসর গ্রহণ করেন বলে জানা যায়।