ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন
আমতলীতে উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই
Reporter Name

আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগী বাছাই অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় পৌরসভা মিলনায়তনে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই অনুষ্ঠান উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর সচিব আবুল কালাম আজাদ, পৌর প্যানেল মেয়র হাবিবুর রহমান মীর, পৌর কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল তালুকদার, সামসুল হক চৌকিদার, মোয়াজ্জেম হোসেন ফরহাদ, মহিলা কাউন্সিলর ফরিদা ইয়াসমিন, মাকসুদা বেগম, লিপি বিশ্বাস, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ প্রমুখ।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান বলেন, পৌর শহরের ৯টি ওয়ার্ডে মাইকিং করে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের উম্মুক্ত পদ্ধতিতে ভাতাভোগীদের বাছাই অনুষ্ঠিত হয়েছে

x