ঢাকা, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ০৩:৩৩ অপরাহ্ন
পটুয়াখালীর পায়রা নদী বন্দরকে দূরবর্তী ০১ নম্বর সতর্ক সংকেত
Reporter Name

মোঃ সালাউদ্দিন রুবেল পটুয়াখালী প্রতিনিধি: বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। উক্ত লঘুচাপটি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তার তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তী গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

আবহাওয়া অফিস..পটুয়াখালী পায়রা বন্দর কে ০১ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তাছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত প্রতিটা নৌকা বা ট্রলারকে গভীর সাগরে বিচরণ না করার জন্য বলা হয়েছে। তার সাথে আরও বলা হয়েছে যে, গভীর সাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে আজকের মধ্যে অনতিবিলম্বে তীরে ফিরে আসতে বলা হয়েছে।

এমতাবস্থায়, আলীপুর-কুয়াকাটা মৎস আড়ৎ মালিক সমিতির সভাপতি আনসার মোল্লা বলেছেন যে, এমনিতেই মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা থাকার কারণে অধিকাংশ ট্রলার আগেভাগেই মহিপুর আলিপুরের পোতাশ্রয় শিববাড়িয়া নদীতে আশ্রয় নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

x