ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
রূপগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) সায়েদ
Reporter Name

রূপগঞ্জ প্রতিনিধি:  রূপগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ। শনিবার (২২ মে) রূপগঞ্জ থানায় তাকে নিয়োগ দেওয়া হয়। শনিবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: জায়েদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

২৩ মে রোববার সকালে রূপগঞ্জ থানায় এসে তিনি জয়েন্ট করেন। আবুল ফয়সাল মোহাম্মদ সায়েদ এর আগে ঢাকা সাভার মডেল থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঢাকা জেলার উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

খুলনায় জন্ম ও বেড়ে ওঠা এএফএম সায়েদ ২০০৬ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। এছাড়া ঢাকা জেলা পুলিশের অধীন আশুলিয়া থানায় তিনি উপ-পরিদর্শক ও অপারেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন

x