ঢাকা, সোমবার ১৭ মার্চ ২০২৫, ১০:১২ অপরাহ্ন
পাথরঘাটায় পানিতে ডুবে দুই বছরের শিশু মৃত্যু
Reporter Name

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে লামিয়া  (০২) নামের এক শিশু মৃত্যু হয়েছে। শনিবার ( ২২ মে ) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার কালমেঘা ইউনিয়নের ছােট পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে । লামিয়া একই  ইউনিয়নের গুটাবাছা গ্রামের ইকবাল হােসেনের মেয়ে ।

প্রতিবেশী রাজু মিয়া জানান , লামিয়া ও তার মা নানা বাড়িতে বেড়াতে আসে। আজ আসরের নামাজের পর লামিয়া তার নানা বাড়ির উঠানে খেলতে ছিল । কিছুক্ষন পরে লামিয়ার  মা লামিয়াকে খুঁজতে আসে। আনেক খোঁজা খুঁজির পরেও লামিয়াকে খুজে পাওয়া যাচ্ছিলনা। খুজতে খুজতে উঠানের পাশের খালের সাথে সংযােগ ব্যাড়ের পানিতে ভাসমান অবস্থায় দেখা মেলে ফুট ফুটে লামিয়া মরদেহ। সেখান থেকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যবুত চিকিৎসক লামিয়াকে মৃত্যু ঘােষণা করেন ।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিএম আকবর জানান, লামিয়াকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার প্রায় দেড় ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে। আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।

x