পেয়ার আহাম্মদ চৌধুরীঃ- করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ফেনীর কৃতি সন্তান সেনাবাহিনীর মেজর হাসান ইমাম। বুধবার (৩১ মার্চ) ঢাকার একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।(ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মেজর হাসান ইমাম ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ মন্দিয়া গ্রামের(ছেরু মিয়া মজুমদার বাড়ির) মরহুম ইমাম হোসেন কন্ট্রাক্টর(জেবন) এর ছেলে।
বাংলাদেশ সেনাবাহিনীর মেজর হাসান ইমাম(তরুন ) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।
তিনি ছিলেন সেনাবাহিনীর একজন সৎ, দক্ষ, নিষ্ঠাবান ও উদীয়মান মেজর। মেজর ইমাম হাসান তরুণ মেট্রো গ্রুপের চেয়ারম্যান ও ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক ইসি চেয়ারম্যান ফখরুল ইসলামের জামাতা।
সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত শাশুড়ীকে দেখতে এসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।