ঢাকা, শনিবার ১৮ জানুয়ারী ২০২৫, ১১:৪০ অপরাহ্ন
মেহেরপুরের গাংনীতে বৃদ্ধ বাবাকে পিটিয়ে আহত করেছে ছেলে
Reporter Name

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়ীয়া বাজার পাড়ার মৃত আতাহার আলীর ছেলে আঃ বারীকে (৭০) তার ছেলে আনারুল (৪০) পিটিয়ে আহত করেছে।

স্থানীয়রা জানান,  শনিবার সকাল ১১ টার দিকে আনারুলের স্ত্রী আঙ্গুরা তার ছেলেকে মার-ধোর করে। নাতিকে মারতে দেখে ছুটে যায় দাদা, ছেলের বউকে মার-ধোর করতে নিষেধ করলে আঙ্গুরা শশুরের উপর চওড়া হয়। পরে স্বামী আনারুল বাড়ীতে আসলে তাকেও বাবার উপরে ক্ষেপিয়ে তোলে। স্ত্রীর কথা শুনে বাবাকে পিটিয়ে আহত করে।

আঃ বারী জানান, আমার নাতিকে মারতে দেখে আমি ছেলের বউকে নিষেধ করলে সে আমার উপর চওড়া হয়। পরে ছেলে বউয়ের কথা শুনে আমাকে বেধড়ক মার-ধোর করে।

আঃ বারীর মেয়ে ফেরদৌসী জানান, আমার ভাই ও ভাবী দু’জন মিলে আমার বাবাকে পিঠিয়ে আহত করে। বাবার চিকিৎসার জন্য বামন্দী মাহী ক্লিনিকে ভর্তী করেছি।

মাহী ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ডাক্তার সরোয়ার আহামেদ জানান, শরীরে বিভিন্ন জায়গায় তাকে আঘাত করা হয়েছে। বুকের হাড় ভেঙ্গেছে কিনা পরিক্ষা-নিরিক্ষা করে দেখা হচ্ছে।

x