ঢাকা, শনিবার ০২ নভেম্বর ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন
সরকারী খাল বন্ধ করে মাছের ঘের করায় ৩ জন গ্রেফতার
Reporter Name
শরীয়তপরের ডামুড্যা’য় সরকারী খাল বন্ধ করে মাছের ঘের করায় ৩ জন গ্রেফতার।

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যা উপজেলার শিধলকুড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড দ্বিগশুল গ্রামে সরকারী খাল বন্ধ করে মাছের ঘেয়ার করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে আটক করছে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী।

আটককৃতরা হলেন,মৃত ছামছুল হাওলাদার এর ছেলে ডামুড্যা দলিল লেখক রতন হাওলাদার (৬০) ,মৃত লালচাঁন হাওলাদারের ছেলে মানিক হাওলাদার (৪০)। মৃত আলীচাঁন হাওলাদারের ছেলে সোহাগ হাওলাদার (৩৭)। উভয়েই পূর্ব ডামুড্যা ইউনিয়নের জয়ালু গ্রামের বাসিন্দা।

স্থানীয় সুত্র ও মাইটিভি’র প্রতিবেদন সুত্র জানায় উপজেলার দ্বিগশুল এলাকায় পূর্ব ডামুড্যা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক মাহবুব মিজি, ফারুক সরদার,রতন হাওলাদার গং রা সরকারী খাল দখল করে মাছের ঘেয়ার করেন। উক্ত সরকারী খাল নিজের বলে দাবী করে স্থানীয় দলিল লেখক রতন হাওলাদারের একটি সিন্ডিকেট।

স্থানীয় কয়েক জন কৃষক নাম প্রকাশে অনিচ্ছুক বলেন,সরকারী খাল বন্ধ করে মাছের ঘেয়ার করার কারনে আমাদের তিন ফসলি জমি পানির নিচে তলিয়ে আছে। এবারের ইরি ধান আমরা ঠিকঠাক মত ঘরে উঠাতে পারিনি। আমরা গরীব মানুষ ওরা প্রভাবশালী তাই আমাদের কিছুই করার নেই আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন জানাই যাতে এই সরকারী খাল দখল মুক্ত করে দেন। তা না হলে আমার বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে।

ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে এলাহী জানান, সরকারী খাল দখল করে মাছের ঘেয়ার করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে আটক করছি। উক্ত আটক কৃতদের ১০ দিনের জেল দেওয়া হয়েছে।

5 responses to “সরকারী খাল বন্ধ করে মাছের ঘের করায় ৩ জন গ্রেফতার”

  1. … [Trackback]

    […] Find More on to that Topic: doinikdak.com/news/17574 […]

  2. kupontoto says:

    … [Trackback]

    […] There you can find 33281 additional Information to that Topic: doinikdak.com/news/17574 […]

  3. 꽁어택 says:

    … [Trackback]

    […] Find More on that Topic: doinikdak.com/news/17574 […]

  4. … [Trackback]

    […] Find More on on that Topic: doinikdak.com/news/17574 […]

  5. … [Trackback]

    […] Info on that Topic: doinikdak.com/news/17574 […]

Leave a Reply

Your email address will not be published.