ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন
শরীয়তপুরের সখিপুরে কয়লাভর্তি ট্রাক উল্টে খাদে
Reporter Name

মোঃ রুহুল আমিন, শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর   পাথর কয়লাভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেছে।এতে ট্রাক ড্রাইভার সাগর সরদার (২৭) নামে আহত হয়েছে। শনিবার (২২ মে) ভোরে ৫ টার দিকে উপজেলার  মোল্লার হাট থেকে কাশেমপুরের মেইন সড়কে এসে প্রায় ৩০০ টি বস্তার মত পাথর কয়লা ভর্তি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী, ট্রাক ড্রারাইভার সাগর সরদার পুলিশ জানায়, ট্রাক খুলনা বেনাপল থেকে চিটাগাং পাথর কয়লা নিয়ে যাচ্ছিল। পথে শরীয়তপুর-চাদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর কাশেমপুরের সড়কের মাঝে পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে নিয়ন্ত্রণ রক্ষার চেষ্টা করেও পারেনি।পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে হেলপার লাফিয়ে নিরাপদে নেমে যায়। লোহা তৈতীর পাথর কয়লা বোঝায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। এখন ট্রাকটির উদ্ধার কাজ চলছে।

x