ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
রোজিনার মুক্তির দাবিতে বাউফলে সাংবাদিকদের অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ
Reporter Name

রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীর বাউফলে অবস্থান কর্মসূচী ও প্রতিবাদ সমাবেশ কর্মসুচী পালন করেছে স্থানীয় কর্মরত সাংবাদিকরা।

আজ শনিবার সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত বাউফল পৌরসদরের কুন্ডুপট্রি এলাকায় প্রেসক্লাবের সামনে ওই অবস্থান কর্মসূচী পালন করা হয়। এতে বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা মোঃ কামরুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক মাইটিভির অহিদুজ্জামান ডিউক, ডিউজের সদস্য মোঃ কামাল হোসেন, যুগান্তরের আরেফিন সহিদ, নয়াদিগন্তের আসাদুজ্জামান সোহাগ , আমাদের বার্তার এমএ বশার প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, রোজিনা ইসলামকে মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে।

রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে হবে। আগামী রোববার রোজিনা ইসলামের জামিন না হলে কঠোর কর্মসূচী ঘোষণা করা হবে। জামিনের ব্যপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি পেশাগত দায়িত্ব পালন করার সময়ে সচিবলয়ে রোজিনাকে আটকে রেখে যারা নির্যাতন করেছেন তাঁদের বিচারের দাবিও জানান তাঁরা।

x