মোঃ ইউনুস আলী-নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধিঃ শরীয়তপুরে প্রথম আলোর জৈষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামের উপর নির্যাতন, মিথ্যা মামলা থেকে মুক্তি ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়।
সকাল ১০টা ৩০ মিনিটের সময় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যম কর্মী, সামাজিক ও পেশাজীবী সংগঠনের সদস্যরা। রোজিনা ইসলামকে দ্রুত মুক্তির দাবি জানান সাংবাদিকরা। বিভিন্ন পেশাজীবী ও অন্যান্য ব্যক্তিরা একমত পোষণ করেন।
জেলা প্রশাসকের মাধ্যকে প্রধানমন্ত্রী বরাবর ২৫ জন গণমাধ্যম কর্মী স্বেচ্ছায় কারাবরণের লিখিত স্মারকলিপি প্রদান করেন। দ্রুত সময়ের মধ্যে দোষীদের শাস্তি কামনা করা হয়।