আতিকুর রহমান মিরাজ কলাপাড়া উপজেলা প্রতিনিধি: কলাপাড়া উপজেলার কুয়াকাটা কচ্ছপখালী গ্রামের একটি মরিচক্ষেত থেকে ভাড়াটে মটরসাইকেল চালক মোঃ মিরাজ (২২) মরাদেহ পুলিশ উদ্ধার করেছে।
মহিপুর পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানা ২১ মে শুক্রবার বেলা এগারো টার দিকে কুয়াকাটা পৌরসভার কচ্ছপখালী গ্রামে অভিযান চালিয়ে ভাড়াটে মটরসাইকেল চালক মোঃ মিরাজ (২২) এর মরাদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে মহিপুর থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতা মিরাজের বাবার নাম মোঃ সিদ্দিক ভদ্দর।
পুলিশ মিরাজ ভদ্দরের মৃত্যুর কারন এখন পর্যন্ত উদঘাটন করতে পারেনি। মৃত্যু মিরাজের পরিবারের দাবী তার ছেলের সঙ্গে ভাড়াটি মটরসাইকেল চালানো নিয়ে কারো সাথে বিরোধ থাকার দরুন এঘটনাটি ঘটেছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। রির্পোট পাওয়ার পর মৃত্যুর কারন নিশ্চিত হয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে