রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহীনির আগ্রাসী হামলার প্রতিবাদে পটুয়াখালীর বাউফলে বিক্ষোভ মিছিল করেছে ধর্মপ্রান মুসল্লিরা। আজ শুক্রবার জুম্মা শেষে দুপুর ২ টার দিকে বাউফল পৌরসদরের গালাবাড়ী শাহী মসজিদ থেকে মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে পৌরসদরের বিভিন্ন মসজিদের তৌহিদী জনতা খন্ড খন্ড মিছিল নিয়ে শাহী মসজিদ সড়কে সমাবেত হয়। মিছিলে প্রায় সহা¯্রাধিক ধর্মপ্রান মুসল্লিরা অংশ গ্রহন করেন। মিছিলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুই গালে জুতা মার তালে তালে, দুনিয়ার মুসলিম এক হও লড়াই কর, আমার ভাই মরল কেন, জাতিসংঘ জবাব চাইসহ বিভিন্ন ধরনের ইসরায়েলি বিরোধী শ্লেগান দেয় মুসুল্লিরা।
পরে এক প্রতিবাদ সমাবেশে উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও. রহমাতুল্লাহ, বাউফল সরকারি কলেজের জামে মসজিদের ইমাম মাও. শাহজাহানসহ বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবগন বক্তব্য রাখেন।
… [Trackback]
[…] Find More on that Topic: doinikdak.com/news/17334 […]
… [Trackback]
[…] Find More here to that Topic: doinikdak.com/news/17334 […]
… [Trackback]
[…] Find More Info here to that Topic: doinikdak.com/news/17334 […]