ঢাকা, মঙ্গলবার ১১ মার্চ ২০২৫, ০৫:১০ পূর্বাহ্ন
পটুয়াখালীর বাউফলে নতুন ওসি আল মামুন
Reporter Name

রিয়াজ মাহমুদ, বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল থানার অফিসার ইন চার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন আল মামুন। এর আগে একই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন তিনি। তাঁর বাড়ী বরিশালের উজিরপুর থানায়। ২০২০ সালের ৩রা এপ্রিল বাউফল থানার ওসি হিসেবে যোগদান করেছিলেন বিদায়ী ওসি মোঃ মোস্তাফিজুর রহমান। তাঁর বাড়ী শেরপুর থানায়। প্রায় ১ বছর এই থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করার পর গত ১৯ মার্চ পটুয়াখালী পুলিশ লাইনে বদলী হন তিনি। এরপর ওসি’র দায়িত্ব পালন করে আসছিলেন ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত)আল মামুন। ওসি পদে পদোন্নতি হওয়ায় বিদায়ী ওসি মোস্তাফিজুর রহমানের স্থলাভিসিক্ত হয়ে গত ১৮ মে বাউফল থানার নতুন ওসি হিসেবে দায়িত্বভার গ্রহন করেন আল মামুন।

নবাগত ওসি আল মামুন বলেন, বাউফল থানার আইন শৃংখলা স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকবো। এ জন্য বাউফলের সকল শ্রেনিপেশার মানুষের সহযোগীতা কামনা করছি।

x