ঢাকা, রবিবার ২৮ এপ্রিল ২০২৪, ০২:৩২ অপরাহ্ন
কৃষিতে আধুনিক প্রযুক্তি এনে দেয় কৃষকের মুখে হাসি
Reporter Name

রুহুল আমিন শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুর সদর উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের পশ্চিম পরাসদ্দি নামক জায়গায় ৫০ একর হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদ প্রদর্শনীর Combined Harvester মেশিন দিয়ে ধান কাটা উৎসবের শুভ উদ্বোধন করেন শরীয়তপুর জেলার জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান। এসময় তিনি স্থানীয় ধান চাষীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, বিগত ০৩ ফেব্রুয়ারি ২০২১ যেই জমিতে Transplanter মেশিন দিয়ে জেলাপ্রশাসক জনাব মোঃ পারভেজ হাসান নিজ হাতে হাইব্রিড বোরো ধানের চারা রোপণ করেছিলেন এবং আজকে সেই একই জমিতে নিজ হাতে Combined Harvester মেশিন দিয়ে ধান কাটা উৎসবের শুভ সূচনা করেন।

বিশেষ এই মুহুর্তে স্থানীয় ধান চাষীরা অত্যন্ত আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন।

সরকারের এই যুগান্তকারী উদ্যোগের মাধ্যমে নতুন প্রযুক্তির ব্যবহারে ধানের উৎপাদন ব্যয় কমেছে এবং শ্রম ও অর্থের সাশ্রয় হয়েছে।

সদর উপজেলা কৃষি অফিস ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শরীয়তপুর কর্তৃক  আয়োজিত এই অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শরীয়তপুর এর উপপরিচালক জনাব মোঃ আমির হামজা, শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এবং উপজেলা কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

2 responses to “কৃষিতে আধুনিক প্রযুক্তি এনে দেয় কৃষকের মুখে হাসি”

  1. 뉴토끼 says:

    … [Trackback]

    […] Information to that Topic: doinikdak.com/news/17225 […]

  2. … [Trackback]

    […] Information on that Topic: doinikdak.com/news/17225 […]

Leave a Reply

Your email address will not be published.

x