ঢাকা, শুক্রবার ১৭ মে ২০২৪, ০৫:০০ অপরাহ্ন
পটুয়াখালীতে আজ থেকে মাছ ধরার উপর শুরু হতে যাচ্ছে নিষেধাজ্ঞা
Reporter Name

পটুয়াখালী প্রতিনিধি: মোঃ সালাউদ্দিন রুবেল: আজ ২০/০৫/২১ ইং রোজ: বৃহস্পতিবার গভীর রাত্র থেকে শুরু হতে যাচ্ছে পটুয়াখালীতে মাছ ধরার উপর ৬৫- দিনের নিষেধাজ্ঞার বিধি-নিষেধ। জেলা মৎস্য বিভাগ মাছের প্রজনন ও সংরক্ষণের জন্য মৎস্য শিকারের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করেন।

এই নিষেধাজ্ঞার কারণে পটুয়াখালীর সবচেয়ে বড় মৎস্য বন্দর মহিপুরের শিববাড়িয়া নদীতে ইতিমধ্যেই নোঙ্গর ফেলছে শত শত মাছ ধরা ট্রলার। বছরের পর বছর জুড়ে জেলেদের মাঝে যখন ইলিশের হাহাকার আর ঠিক তখনই তার উপর মৎস্য বিভাগের এমন নিষেধাজ্ঞার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে স্থানীয় জেলেরা প্রশাসন ও মৎস্য বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন যে, এই নিষিদ্ধ কালীন সময়ে যেন ভারতীয় জেলেরা তাদের আগ্রাসন চালাতে না পারেন ও তা বন্ধ করার জোর দাবি জানিয়েছেন।

তাছাড়া নিরীহ মৎস্যজীবীরা এই নিষেধাজ্ঞা মুহূর্তে তাদের খাদ্য সহায়তা বৃদ্ধির জন্যও জোর দাবি জানিয়েছেন।

মৎস্য কর্মকর্তা আরোও জানিয়েছেন যে, জেলেসহ ব্যবসায়ীদের সকল দাবী উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published.

x