ঢাকা, মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ০১:২১ অপরাহ্ন
সংগীতিশিল্পী নোবেল এখন পাবনায়
Reporter Name

হুসাইন মোহাম্মাদ রাফি -ঈশ্বরদী,পাবনাঃ ঈশ্বরদীতে প্রাকৃতি শোভা ও সৌন্দযের লীলাভূমি পদ্মার পাড় ঘেঁষে গড়ে ওঠা পাকশী জোড়া সেতু ভ্রমণ করেছেন সমালোচিত সংগীতিশিল্পী মাইনুল আহসান নোবেল। সঙ্গে রয়েছেন তার স্ত্রীও।

বিষয়টি নিশ্চিত হওয়া গেছে তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে। যেখানে তিনি বৃহস্পতিবার সকালে একটি ছবি প্রকাশ করেন। এতে দেখা গেছে, পাকশী প্রান্তে হার্ডিঞ্জ সেতুর নিচে অবস্থান করছেন সস্ত্রীক নোবেল।

ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার তিনি পাবনার মানসিক হাসপাতালে যান, এর ফাঁকেই তিনি বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ রেলসেতু হার্ডিঞ্জ ব্রিজ দেখতে আসেন।

তবে তার চোখের চশমা, কাঁধে ঝোলানো ব্যাগ আর সঙ্গে স্ত্রীকে দেখে এটুকু স্পষ্ট, সাম্প্রতিক সময়ের জটিলতা থেকে উত্তরণের লক্ষ্যে পুলিশের পরামর্শেই তাঁর এই সফর।

এর আগে বুধবার দিনভর পুলিশের সাইবার ইউনিটের মুখোমুখি ছিলেন নোবেল। নিজের সব দায় স্বীকার করেন। পোস্ট দিয়ে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন।

বুধবার দুপুরের দিকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইম ডিভিশন তাকে ডেকেছিল। পরে তিনি ডিএমপির সদর দফতরে এসে সাইবার সিকিউরিটি ও ক্রাইম ইউনিটের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন। এই ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

একই দিন তিনি এক স্ট্যাটাসে বলেন, ‘গায়ক নোবেল ও তার ভেরিফায়েড পেজের আপত্তিকর ও অনভিপ্রেত পোস্ট নিয়ে আমরা ইতোমধ্যে অবগত। বাংলাদেশের প্রচলিত আইন মোতাবেক ও সংক্ষুব্ধ ব্যক্তি বা ব্যক্তিবর্গের সাথে মতামত, সম্মতি ও পরামর্শক্রমে এই বিষয়ের একটা বিশ্বাসযোগ্য ও স্থায়ী সমাধানের জন্য আমরা আইনের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছি

Leave a Reply

Your email address will not be published.

x