ঢাকা, রবিবার ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন
মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত, আহত ২
Reporter Name

মিরসরাই প্রতিনিধিঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় অটোরিকশা চালক নিহত হয়েছে, এসময় আরো ২ যাত্রী আহত হয়। বৃহস্পতিবার (২০ মে) সকালে মিরসরাই উপজেলা সদরের ফুটওভার ব্রিজের নিচে ট্রাক ও উল্টোপথে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালকের নাম ওমর ফারুক (৩৫)। সে সীতাকুন্ড উপজেলার বাটেরখীল এলাকার জহিরুল ইসলামের পুত্র। দুর্ঘটনায় আহতরা হলো সাইদুল ইসলাম (২৭) ও সানজিদা আক্তার (৩০)। আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িগুলো জব্দ করে।

মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন ইনচার্জ ইমাম হোসেন পাটোয়ারী জানান, বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে উপজেলা সদওে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত ফারুক দুর্ঘটনাকবলিত অটোরিকশা চালক।

 

x