ঢাকা, বুধবার ২৬ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৫ জনের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে ১০ জন নগরের, বাকি ৫ জন উপজেলার বাসিন্দা। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যু ১ হাজার ৫৯ জনে দাঁড়িয়েছে।

একই সময়ে নতুন আরও ৯৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫১৯ জন নগরের ও ৪১৪ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

এ নিয়ে চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৯০ হাজার ৫২১ জনে এসে দাঁড়িয়েছে। এর মধ্যে ৬৬ হাজার ৩৭৫ জন নগরের বাসিন্দা ও ২৩ হাজার ৬২৭ জন বিভিন্ন উপজেলার।

শনিবার রাতে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে।

কক্সবাজারসহ চট্টগ্রামের সরকারি-বেসরকারি ১০টি ল্যাব ও বিভিন্ন এন্টিজেন বুথে ৩ হাজার ৫৭ জনের নমুনা পরীক্ষা হয়। তাদের মধ্যে নতুন ৯৩৩ জনের নমুনায় করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৩০.৫২ শতাংশ।

উপজেলায় গত ২৩ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে- লোহাগাড়ার ১১ জন, সাতকানিয়ার ৩৭ জন, বাঁশখালীর ১০ জন, আনোয়ারার ১৫ জন, চন্দনাইশের ১৮ জন, পটিয়ার তিনজন, বোয়ালখালীর ৫৭ জন, রাঙ্গুনিয়ার ৮০ জন, রাউজানের ৬৯ জন, ফটিকছড়ির ১০ জন, হাটহাজারীর ৭১ জন, সীতাকুণ্ডের ১৮ জন, মিরসরাইয়ের সাতজন ও সন্দ্বীপের তিনজন রয়েছেন।

এ সময়ে করোনায় মৃতদের মধ্যে ১০ জন নগরের, বাকি পাঁচ জন নগরের বাইরের বাসিন্দা।

x