ঢাকা, বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ০৬:৪৪ অপরাহ্ন
গাংনীর সেই নবিনপুর প্রাথমিক বিদ্যালয় পেতে যাচ্ছে নতুন ভবন
Reporter Name

মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ নির্মানাধীন অবস্থায় ভেঙ্গে পড়ার সাত বছর অপেক্ষার পর মেহেরপুর গাংনী উপজেলার নওয়াপাড়া গ্রামের নবিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পেতে যাচ্ছে নতুন ভবন।

প্রায় ৯৬ লাখ টাকা ব্যায়ে বৃহস্পতিবার  দুপুরে অবকাঠামো নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন।

উপস্থিত ছিলেন এল.জি.ই.ডি গাংনী উপজেলা প্রকৌশলী গোলাপ শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আলাউদ্দীন, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, নবিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তামজিদুর রহমান মুক্তিসহ সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ২০১৪ সালে নতুন বিল্ডিং নির্মানের সময় সিড়ির ছাঁদ ধ্বসে পড়ে। কাজের ত্রুটি প্রমান হওয়ায় বন্ধ করে দেওয়া হয় নির্মান কাজ। ঠিকাদারি প্রতিষ্ঠানকে বিল্ডিং ভেঙ্গে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তাতে রাজি হয়না ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে নতুন করে বিল্ডিং পাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রচার করলে টনক নড়ে জনপ্রতিনিধি ও সরকারের উর্দ্ধতন কতৃপক্ষের।

দীর্ঘদিন পরে বিদ্যালয় ভবন নির্মাণ কাজের শুরুর দিন অনন্দ প্রকাশ করেন এলাকাবাসী

Leave a Reply

Your email address will not be published.

x