ঢাকা, শুক্রবার ২৪ জানুয়ারী ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন
 মুরাদনগরে ৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক
Reporter Name

এম শামীম আহম্মেদ, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন শ্রীকাইল বাজার থেকে মাদকসহ ৩ জনকে আটক করে পুলিশে দিলেন  স্থানীয় জনগণ। ২০ মে বৃহস্পতিবার সকাল ১১টায় একটি মোটর সাইকেলে করে ৩জন মাদক পাচারকারীদের গতিবিধি  সন্দেহ জনক হলে স্থানীয় জনতা তাদের জিঙ্গাসাবাদ করে ও তাদের শরীলে মোড়ানো অভিনব কায়দায় মাদক পাচারের কথা শিকার করেন। এলাকার লোকজন তাদেরকে শ্রীকাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য মোঃ ইসলাম মেম্বারে দোকানে আটক করে বাঙ্গরা বাজার থানা পুলিশকে সংবাদ দেয়।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, মাদকসহ ৩ জনকে আটকের সংবাদ পেয়ে এস আই কাজী শাহ নেওয়াজ সঙ্গীয় ফোর্স নিয়ে ৬ কেজি গাঁজা,  ৩ বোতল বিদেশী মদ ও তাদের ব্যবহৃত ঢাকা মেট্রো- হ, ৫৩-০৮১৯ একটি মোটর সাইকেল উদ্ধার করেন।

আটকৃতরা হলেন:  কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার আয়নারগোপ গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে খোকন (২১), কুমিল্লা চান্দিনার ছিমন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ইয়াছিন সজিব (২০), ব্রাহ্মণবাড়ীয়া কসবা থানার গঙ্গাসাগর এলাকার রমজান মিয়ার ছেলে মোঃ হাসান বিজয় (১৯)। আটকৃতদের বিরোদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে এবং তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। মাদকের বিরোদ্ধে এলাকায় জনসচেতনতা তৈরী ও পুলিশকে তথ্য দিয়ে সহায়তার জন্য আহবান করেন।

প্রাথমিক  সূত্রে জানাযায়, এই মাদক পাচারকারীরা ভারতীয় সীমান্তবর্তী এলাকা কসবা, আখাউড়া ও ব্রাহ্মণপাড়া থেকে প্রতিনিয়ত মাদক বহন করে ঢাকাসহ বিভিন্ন স্থানে বহন করে থাকে। মাধবপুর- বাঙ্গরা টু শ্রীকাইল – সল্পা সড়ক দিয়ে আড়াইহাজার ফেরিঘাট পাড় হয়ে ঢাকা মিরপুর এই চালান যাচ্ছিল বলে জানা যায়।

x