মোঃ রুহুল আমিন, শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর থেকে চাঁদপুর হয়ে ঢাকা যাওয়ার পথে দাউদ কান্দি ব্রিজের ডালে অজ্ঞাত দুর্বৃত্তদের হাতে মৃত্যু হওয়ায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল থেকে বাড়িতে লাশ নেয়ার পর স্বজনদের সঙ্গে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেনি। সংসারের একমাত্র উপার্জনকারী বড় ছেলেকে হারিয়ে বাবা মা এখন পাগল প্রায়।
নিহত বিল্লাল (২২) শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নে বালা কান্দি কাসেম মাহমুদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,মটরসাইকেল ছিনতাই কালে দুর্বৃত্তরা এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করে, রাস্তায় ছটফট করতে দেখে সাথে থাকা বোন জামাই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১০টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দাউদ কান্দি মডেল থানার ওসি বলেন, থানায় মামলা হয়েছে, অজ্ঞাত দুর্বৃত্তদের ছুরিকাঘাতে হত্যার বিষয়ে। অভিযুক্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।