মেহেরপুর থেকে জাহিদ মাহমুদঃ অনুসন্ধানী ও দুর্নীতি সম্পর্কিত তথ্য সংগ্রহের প্রথম আলোর সাহসী সাংবাদিক রোজিনা ইসলামকে আটকে রেখে মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন করেছে মেহেরপুর রিপোর্টার্স ক্লাব।
বুধবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের আয়োজনে ক্লাবের সামনে প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সহ সভাপতি ডিএম মকিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আতিক স্বপন, যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, নির্বাহী সদস্য সাঈদ হোসেন, মিনারুল ইসলাম।
বক্তারা বলেন, রোজিনাকে নিঃশর্ত মুক্তি দিয়ে তার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং সেইসাথে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্ট বাতিল করা হোক।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাহবুবুল হক পোলেন, সাংগঠনিক সম্পাদক রাশেদ খান, অর্থ সম্পাদক এস আই বাবু, নির্বাহী সদস্য হামিদুল ইসলাম, সদস্য রাব্বি আহম্মেদ, কাজিমুল হক, আরিফ খান, সেলিম রেজা, কাজল মাহমুদ, সাজিবুল ইসলাম, মো. সাঈদ, রাব্বি আহমেদ, শেখ মোহাম্মদ সান, শ্রাবন খান সোহান প্রমূখ।