মোঃ রুহুল আমিন, শরীয়তপুর প্রতিনিধিঃ ভেদরগঞ্জ উপজেলার চর কোরালতলি মৃধা কান্দি এলাকায় গ্যাসের সিলিন্ডারভর্তি ট্রাক উল্টে খাদে পড়ে। ছবি-সময় সংবাদ.কম।
শরীয়তপুর ভেদরগঞ্জে গ্যাসের সিলিন্ডার ভর্তি ট্রাক ওভারটেক করতে গিয়ে উল্টে খাদে পড়ে গেছে। বুধবার (১৯ মে) ভোর রাতের দিকে সামনের ট্রাক ওভারটেক করতে গিয়ে ৩৬৮টি গ্যাস সিলিন্ডার ভর্তি ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও পুলিশ জানায়, তিনটি মিনি ট্রাক চট্টগ্রাম থেকে খুলনায় সেনাবাহিনীর জন্য গ্যাসের সিলিন্ডার নিয়ে যাচ্ছিল। পথে শরীয়তপুর-চাদপুর আঞ্চলিক মহাসড়কের ভেদরগঞ্জ উপজেলার চর কোরালতলি মৃধা কান্দি এলাকায় পৌঁছালে পিছনের ট্রাক সামনের ট্রাকটিকে ওভারটেক করার চেষ্টা করে। তখন ট্রাকের সামনে অটোভ্যান থাকায় ব্রেক চাপলে পিছনের ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার লাফিয়ে নিরাপদে নেমে যায়। সিলিন্ডার বোঝায় ট্রাকটি উল্টে খাদে পড়ে যায়।
ডামুড্যা ফায়ার সার্ভিসে কর্মরত অফিসার বলেন, পিছনের ট্রাকটি ওভারটেক করতে গিয়ে সিলিন্ডারসহ উল্টে খাদে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়া হয়।