শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নে বড় ভাই সোহাগ খান(১৩)র সাথে আম খাওয়াকে কেন্দ্র করে অভিমানে ছোট বোন রুপা(১২)গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, রুপা (১২) মহিষার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যে মহিষারের বাসিন্দা মান্নান খান(৪৫)এর মেয়ে।
রবিবার(১৬মে) দুপুর সাড়ে ৩ ঘটিকার সময় ৩নং ওয়ার্ড মধ্যে মহিষারে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। জানা য়ায়, রুপার সাথে তার বড় ভাই সোহাগ খানের আম নিয়ে কাড়াকাড়ি হয়। এক পর্যায় ঝগড়া হলে রুপাকে আম ফিরিয়ে দেয়ার কথা বলে তার বাবাকে ভাত দিতে দোকানে চলে যায়। পরে তার বড় ভাই নাহিদ খান এসে দেখে দরজা বন্ধ। রুপাকে ডাকলে কোন সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে ঢুকে দেখে ঘরের আড়ের সাথে ঝুলে আছে তার বোন। তাৎক্ষণিক নামিয়ে সবাইকে ডাক দেয়।
পরে রুনা অচেতন হয়ে পড়লে তাকে ভেদরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রুপার ভাবি সেলিনা বলেন, রুপা খুব ভাল মেয়ে ছিলো। সংসারে তার মা বেচে নেই। তাই সকল রান্না বারার কাজ একাই করে। রুপারা দুই ভাই এক বোন। রুপার বাবা টেইলারের দোকান আছে। ভালোই ছিলো ছোট খাট আম নিয়ে ঝগড়া করে অভিমান করে এত বড় ঘটনা করে ফেললো মেয়েটা কান্না থামাতে পারছিনা আর।
ভেদরগঞ্জ থানার ওসি রশিদুল বারি বলেন,ঘটনাস্থল থেকে রুপার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠিয়েছি। এবিষয়ে থানায় একটি (ইউটি) মামলা হয়েছে।