ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বরগুনার আমতলী উপজেলা পরিষদের ভিতর থেকে রাতের আঁধারে গাছ উধাও
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মো. ওমর ফারুক,আমতলী(বরগুনা)প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলা পরিষদের ভেতরের একটি মূল্যবান মেহগনি গাছ রাতের আঁধারে উধাও হয়ে গেছে। এ ঘটনায় রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান থানায় সাধারণ ডায়েরি করেছেন। সরেজমিনে দেখা গেছে, গাছটি কেটে মাটি দিয়ে ভরাট করে রাখা হয়েছে।

জানা যায়, আমতলী উপজেলা পরিষদ সৃষ্টি হওয়ার পর তখন উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়। গাছগুলো বড় গাছে পরিণত হয়েছে। উপজেলা পরিষদের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশের পথে একটি বড় মেহগনি গাছছিল ।গত বৃহস্পতিবার গভীর রাতে ৭/৮ জন লোক গাছটি কেটে নিয়ে গেছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম হাওলাদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

আমতলী উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌরসভার মেয়র মো. মতিয়ার রহমান বলেন, উপজেলা পরিষদের ভেতরের মূল্যবান গাছ রাতের আঁধারে কেটে নেয়ায় ঘটনা অত্যান্ত দুঃখজনক। এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি।

আমতলী উপজেলা নিবার্হী অফিসার মো.আসাদুজ্জামান বলেন, রাতের আধারে গাছ কেটে নেওয়ার বিষয়ে থানায় সাধারন ডায়েরি করেছি। এ ঘটনার সাথে জড়িতদের কোন ছাড় দেয়া হবে না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *