ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত
Reporter Name

রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। আজ রবিবার ১৬ মে সকাল ১১ টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের ভাংগা ব্রিজ সংলগ্ন স্নেহ মুন্সী কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম হায়দার খান । সে শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার বি কে নগর পশ্চিম কাজিকান্দি গ্রামের আনোয়ার খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,সকালে নিজ বাড়ি থেকে একটি মোটরসাইকেলে বের হয় হায়দার। পরবর্তীতে মোটরসাইকেলটি শিবচরের কুতুবপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই হায়দার খান নিহত হয়। শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ঘটনার সততা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

x