এম শামীম আহম্মেদ , কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পীর কাশিমপুর এলাকা থেকে ১৬ কেজি গাজাঁসহ ২ মাদক ব্যবসায়ী কে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায় যে, গত(১৪ মে) শুক্রবার পবিত্র ঈদুল ফিতরের দিবাগত রাতে বাঙ্গরা বাজার থানা এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এএসআই মেহেদী হাসান, এএসআই হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলো– বাঙ্গরা বাজার থানাধীন আন্দিকুট ইউপি’র কৈশার গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে সোহেল মিয়া(৪০) সিএনজি অটোরিক্সা চালক খোকন মিয়া ওরফে কনু মিয়া (৩৫)।
এ ব্যপারে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন,
দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাজাঁ নিজেদের হেফাজতে রেখে পরিবহনের মাধ্যমে এই এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে, শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।