রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। শনিবার (১৫ই মে) রাত আনুমানিক ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪জনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচরের কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাদবরের সাথে একই এলাকার সাবেক চেয়ারম্যান মনোয়ার বেপারীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এক পর্যায়ে শুরু হয় গোলাগুলি। এতে ৭জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫জন।
তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।
শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মোঃ ইমদাদুল হক রাসেল বলেন, গুলিবিদ্ধ বেশ কয়েকজন রোগী হাসপাতালে এসেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবার চিকিৎসা চলছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত সবাইকে ধরতে পুলিশ কাজ শুরু করেছে ।