ঢাকা, সোমবার ১০ মার্চ ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
মাদারীপুরে পাটক্ষেত থেকে পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার
Reporter Name

রকিবুজ্জামান, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে পাটক্ষেত থেকে হাবিবুর রহমান(২৪) নামে এক পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত পোশাক শ্রমিক কালকিনি উপজেলার পুর্বএনায়েতনগর এলাকার আলীপুর গ্রামের আনোয়ার সরদারের ছেলে। আজ শনিবার সকালে মুখ থেতলানো অবস্থায় পাটক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও এলাকাবাসী জানায়, পোশাক শ্রমিক হাবিবুর রহমান দুইদিন আগে পরিবারের সঙ্গে ঈদ পালন করার জন্য ঢাকা থেকে বাড়িতে আসেন। কিন্তু তিনি শুক্রবার (১৪ই মে) সন্ধ্যার পর বাড়ি থেকে ঘুরতে বের হয়ে নিখোঁজ হন।পরদিন শনিবার (১৫ই মে) এনায়েতনগর এলাকার দরিচরলক্ষিপুর গ্রামের একটি পাটক্ষেতে হাবিবুরের মৃতদেহ পরে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয় । পরে কালকিনি থানা পুলিশ এসে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, আমরা খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। লাশের মুখ থেতলানো অবস্থায় পাওয়া যায়। ধারণা করা হচ্ছে কেউ তাকে মেরে ফেলে রেখে গেছে। ময়না তদন্তের পর বিস্তারিত বলা যাবে কিভাবে মৃত্যু হয়েছে। সেটার ভিত্তিতে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

x